সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের
০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম
প্রধানমন্ত্রীর ভারত সফরে দুই দেশের চুক্তি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যা চেয়েছি তাই পেয়েছি। যা পেয়েছি তাতেই খুশি আমরা।’
-
বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয় গণমাধ্যমে কেন্দ্রে বিএসআরএফ সংলাপে একথা বলেন তিনি। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম এ সংলাপের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি মোতাহার হোসেন।
-
প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নিয়ে নানা মহল থেকে প্রশ্ন শুনতে হচ্ছে সরকারকে। এই অবস্থা থেকে তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর জন্য তার কোনো পরিবর্তন হবে কি না? কিছু দিন আগে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) তার কথায় টাং স্লিপ হয়েছে। কথা বার্তা বলায় সেটার জন্য তার মন্ত্রিত্ব চলে যাবে কি না? এ এখতিয়ার আমার না। এই এখতিয়ার প্রধানমন্ত্রীর, তিনি ইচ্ছা করলে মন্ত্রিসভা থেকে বাদ দিতে পারেন।