জাতীয় গ্রিডে বিপর্যয়
০৫ অক্টোবর ২০২২, ০৫:১১ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ০৫:১১ পিএম
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সংশ্লিষ্টরা ঢাকাপ্রকাশ-এর কাছে বিষয়টি নিশ্চিত করেন।
-
বিদ্যুৎ চলে যাওয়ার চারঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা, গুলশান, বারিধারা ও মিরপুরসহ কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তারপর ধীরে ধীরে অন্যান্য এলাকায়ও সরবরাহ বাড়ানো হয়। রাত ১০টার দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
-
গ্রিড বিপর্যয় সম্পর্কে সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে বিদ্যুতের গ্রিডে বিপর্যয় হতে পারে। এটি এক সেকেন্ডে হলেও তা পুনরায় চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া।
-
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে পিজিসিবির নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।