একনজরে বরিশালে বিএনপির মহাসমাবেশ
০৫ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২২, ০৪:০৪ পিএম
গণসমাবেশের নির্ধারিত সময় ছিল দুপুর ২টায়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বরিশালে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নেন। নগরের ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীরা দুপুর ১২টার পরে নিজ নিজ ওয়ার্ড থেকে সমাবেশমুখী হচ্ছেন। যদিও গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিন চাকার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। নগরীতে সীমিত সংখ্যক রিকশা চলাচল করছে।
-
শনিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে দেখতে ছুটে আসেন সমর্থকরা। তবে নেতা-কর্মীরা ব্যারিকেড দিয়ে মঞ্চের দিকে নিয়ে যান তাকে। এরপর মঞ্চে উঠে কর্মীদের দিকে হাত নেড়ে ইশারা দেন এবং সবাইকে শান্ত হতে বলেন ফখরুল।
-
-
-
-
-
-
-
-