কালো ফিঙে
০৬ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম
কালো ফিঙে, (Dicrurus macrocercus) যা রাজকীয় কাক হিসেবে পরিচিত। এ পাখিটি এশিয়ায় বাস করা ড্রঙ্গো পরিবারভুক্ত একটি ছোট্ট গানের পাখি। এটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের স্থায়ী বাসিন্দা, একে দক্ষিণ-পশ্চিম ইরান থেকে শুরু করে ভারত এবং শ্রীলঙ্কা হয়ে দক্ষিণ চীন ও ইন্দোনেশিয়া পর্যন্ত দেখতে পাওয়া যায়। ফিঙের কালো রঙ আর দু'ভাগ করা লেজ দিয়ে একে সহজেই চেনা যায়। সূর্যাস্তের পর থেকে সকালে সূর্যের আলো তীব্র হওয়া পর্যন্ত এ পাখিটি বাহিরে বিচরণ করে। আলোর তীব্রতা বাড়লে ফিঙে তার নীড়ে ফিরে যায়।
-
রাজধানীর মিরপুর ১২ নং সেকশনের ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছবিটি তুলেছেন সহ সম্পাদক আহমদ সিফাত।