লজ্জাবতী ও মথ


০৬ নভেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম


লজ্জাবতী (Mimosa) হলো প্রায় ৪০০ প্রজাতির গুল্ম ও লতার একটি গণের নাম, যা লিগিউম জাতীয় ফ্যাবায়েসি পরিবার বা শাখাগোত্রের Mimosoideae উপপরিবার বা উপগোত্রের ও Mimosaceae গোত্রের অন্তর্ভুক্ত। এই গণটির নাম এসেছে গ্রিক ভাষার শব্দ (mimos) থেকে, যার অর্থ "নকল", এবং মেয়েলি প্রত্যয়ে –osa, "অনুরূপ", এর 'সংবেদনশীল পাতাগুলি'র নির্দশে করে যা 'সচেতনভাবে প্রতিক্রিয়া জানানোর ভান করে' বলে মনে করা হয়। এর দ্বি-পক্ষল পাতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো Mimosa pudica. এর পাতা ছোঁয়া মাত্র বন্ধ হয়ে যায়। তাপের প্রভাবে, বা সন্ধ্যা বেলাতেও পাতা বন্ধ হয়ে যায়। মূলত সিসমোন্যাস্টিক চলন (Seismonastic Movement) এর প্রভাবেই পাতা বন্ধ হয়ে যায়। থোকায় থোকায় ফুল ফোটে। এর ফলগুলো চ্যাপ্টা, বাঁকা-লম্বাটে। এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে, তবে বর্তমানে বিশ্বের সব জায়গায় এটি ছড়িয়ে পরেছে।