লাল মাথার ঝিঁঝিঁ পোকা


০৬ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম


Phyllopalpus pulchellus বা লাল মাথার ঝিঁঝিঁ পোকা red headed bush cricket, handsome trig or handsome bush cricket নামেও পরিচিত। ঝিঁঝিঁ পোকার এই গোত্রটির মূল আবাস ভূমি উত্তর আমেরিকা। রা প্রায় সব জায়গায় ছড়িয়ে আছে, সারা পৃথিবীতেই এদের খুজে পাওয়া যায়। তবে শীতল এলাকায় বিশেষ করে ৫৫° বা তার বেশি ল্যাটিটিউডের জায়গায় যেমন উত্তর এবং দক্ষিণ মেরুতে এদের দেখা যায় না। এরা কখনো উড়ে সমুদ্র পাড়ি দিয়ে বা কোন ভাসমান কাঠ বা গুড়িতে করে বা মানুষের কর্মকান্ডের দ্বারা অনেক বড় এবং ছোট দ্বীপেও ছড়িয়ে পড়েছে।