তামট প্রজাপতি


০৬ নভেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম


তামট (Danaus chrysippus Linnaeus) এক প্রজাতির প্রজাপতি, যার মূল শরীরটা এবং ডানাগুলি লালচে তামা রঙের। এরা মাঝারি আকারের এবং নিমফ্যালিডি পরিবারের সদস্য। প্রসারিত অবস্থায় তামটের ডানার আকার ৭০-৮০মিলিমিটার দৈর্ঘ্যের হয়। এরা নানা ধরনের ফুলের প্রতি আসক্ত।