কুষ্টিয়ার মজমপুরে বাদুড়ের নিবাস
১৩ নভেম্বর ২০২২, ০৯:০৫ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২২, ০৭:২০ পিএম
কুষ্টিয়া শহরের মজমপুরে পরিত্যক্ত শিশুপার্কের ভিতরে বিশাল বিশাল গাছে হাজার হাজার বাদুড়ের বসবাস। এরা ডানাবিশিষ্ট উড়তে সক্ষম স্তন্যপায়ী প্রাণি। স্থানীয়ভাবে বাদুড় বা কালা বাদুড় নামেও পরিচিত। ইংরেজিতে Pteropus, বৈজ্ঞানিক নাম Pteropus। সারাদিনরাত চলে তাদের কিচির কিচির শব্দ। বাদুড়ের শব্দের বোধ অত্যন্ত তীব্র। প্রকৃতির শব্দ বলেই, মানবসমাজে একবিন্দু বিরক্তের ছাপ পড়ে না!
-
ছবিটি তুলেছেন বিশিষ্ট ইতিহাস গবেষক ও প্রাবন্ধিক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন।