এক নজরে যুব মহাসমাবেশের খণ্ডচিত্র
১৩ নভেম্বর ২০২২, ০৯:৩০ পিএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ০৯:৩২ পিএম
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখ লাখ নেতা-কর্মীরা এতে অংশ গ্রহণ করে।
-
শুধু যুবলীগ নয়! আওয়ামীলীগ ও এর অন্যান্য ভাতৃপ্রতিম অঙ্গ সঙগঠনগুলোর নেতা-কর্মীদেরও ছিল সরব উপস্থিতি। সোহরাওয়ার্দী উদ্যানে ৬৪ জেলা থেকে মহাসমাবেশে অন্তত ১০ লাখ নেতাকর্মীর সমাগমকে কেন্দ্র করে আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও, কত নেতা-কর্মী এতে অংশ নিয়েছিল সেই সংখ্যা জানা যায়নি।
-
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার আগে বিএনপির রিজার্ভ ছিল ২ দশমিক ৬ বিলিয়ন ডলার। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত নিয়েছিলাম। কোভিড টিকা কিনেছি, বিনিয়োগ করেছি, বিমান কিনেছি, পায়রা বন্দর নিজস্ব অর্থায়নে করেছি। এভাবে রিজার্ভ থেকে খরচ হয়েছে। ঘরের টাকা ঘরে থাকছে। দেশের জনগণের উন্নয়নে এই টাকা ব্যবহার করছি। আমাদের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।
-
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ বলেন, মির্জা ফখরুল বরিশালে গিয়েছেন প্লেনে করে। কারণ শেখ হাসিনার তৈরি পদ্মা সেতু দিয়ে তিনি যেতে লজ্জা পেয়েছেন। পদ্মা সেতু দিয়ে যেতে লজ্জা পাবেন না। হাসিনার উন্নয়ন সবার জন্য। শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে আপনারা বাধ্য। সড়ক পথে গেলে সেটাও শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই। বর্তমান দেশটা বৈশ্বিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যা শেখ হাসিনার নেতৃত্বে খুব শিগগির কাটিয়ে উঠবে।