নতুন বছর ২০২৩ উদযাপন
০৩ জানুয়ারি ২০২৩, ০৩:৩৮ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম
করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সব মিলিয়ে অনেকটা বিষাদেই কাটছিল মানুষের জীবন। তবে সব দুঃখ-গ্লানি ও হতাশা পেছনে ফেলে শান্তিপূর্ণ জীবনের প্রত্যাশায় নানা আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করেছে বিশ্ববাসী। সেই আনন্দে অংশ নিয়েছেন দেশবাসীও। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বছর বরণে নানা আয়োজন চলে। নিষেধাজ্ঞা থাকলেও ফানুস উড়ানো আর আতশবাজির শব্দ উঠেছে মুহুর্মুহু।
-
পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ শুধু আতশবাজি আর ফানুশ উড়ানোর মাঝেই সীমাবদ্ধ নয়! বাসা-বাড়ি ছাদে প্রতিবেশীরা মেতে উঠেছেন ভুরিভোজে। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে, বড় পর্যন্ত সবাই মেতে উঠেছেন পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দে।
-
তবে আতশবাজি, পটকা ফোটানো কিংবা ফানুস ওড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও তা মানার বালাই ছিল না।
-
রাজধানীর মিরপুর থেকে ছবিগুলো তুলেছেন সহ-সম্পাদক আহমদ সিফাত