পর্দা উঠল অমর একুশে বইমেলার
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম
‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলার ঊনচল্লিশতম আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি বইমেলার উদ্বোধন ঘোষণা করেন। প্রাণের এ বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
-
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জেলায় জেলায় বাংলা একাডেমি যে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি সত্যিই প্রশংসার দাবি রাখে। তাছাড়া আমরা সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে যত বেশি আকর্ষণ করতে পারব, তত বেশি তরুণ প্রজন্মকে আমরা মাদক থেকে দূরে রাখতে পারব। সেই সঙ্গে তাদের যথাযথ মেধার বিকাশও করবে।
-
তিনি আরও বলেন, আমাদের বইগুলো অডিও করতে পারলেও হয়তো আমরা আরও বেশি পাঠক পাব। কারণ এখনকার যুগে বইখুলে পড়তে অনেকেই চায় না। ডিজিটালাইজ করা হলে, যে কোনো জায়গাতে যে কেউ শুনতে, পড়তে পারবে।
-
বক্তব্য শেষে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিদর্শন করেন। এর আগে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে প্রকাশিত কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং ১১টি ক্যাটাগরিতে ১৫ জন বাংলা একাডেমি ২০২২ পুরস্কার তুলে দেন।
-
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
-
এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারের পদস্থ কর্মকর্তা ও ভাষাপ্রেমী-বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।
-