গুলিস্তান সিদ্দিক বাজারে বিস্ফোরণ
০৭ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ০৭ মার্চ ২০২৩, ০৬:৫৮ পিএম
রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে পৌঁছেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
-
বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ৫ তলা ভবন এবং এর তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ভবনই ধসে পড়েনি। আহতদের সেবা দিতে ৫টি অ্যাম্বুলেন্স কাজ করছে।
-
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।