ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী
১১ মার্চ ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ১১ মার্চ ২০২৩, ০৫:৫০ পিএম
দীর্ঘ ৪ বছর পর ময়মনসিংহে এসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রহ্মপুত্র তীরে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অবতরণ করে।
-
বেলা ২টা ৫০ মিনিটে সমাবেশের মঞ্চে উঠেন শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
-
বিকাল ৩টার দিকে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
-
প্রধানমন্ত্রীর সমাবেশে নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার জন্য বিভাগের তিন জেলা- জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা থেকে বিশেষ ৮টি ট্রেন চালু হয়। নেতা-কর্মীরা এসব ট্রেনে করে বিভাগীয় সমাবেশে যোগ দেন।
-
প্রিয় নেত্রীকে দেখার জন্য ও তার বক্তব্য শোনার জন্য বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে মানুষে জনসমুদ্রে পরিণত হয় সার্কিট হাউস ময়দান।