প্রথম রোজায় দেশের আকাশে চাঁদ ও শুক্র গ্রহের বিরল দৃশ্য
২৬ মার্চ ২০২৩, ১২:৫০ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ০৩:২১ পিএম
রমজানের প্রথম সন্ধ্যায় এক বিরল দৃশ্যের সাক্ষী হয়ে থাকল বাংলাদেশ। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকেই পশ্চিমের আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচেই জ্বলজ্বল করছে শুক্র গ্রহ। এমন দৃশ্য সচরাচর দেখা যায়না বললেই চলে।
-
শুক্রবার সন্ধ্যায় প্রথম রোজার ইফতারের পরই আকাশে সবার চোখ আটকে যায় বিরল এই দৃশ্য দেখে। বাঁকা চাঁদের নিচে দেখা গেছে এক আলোকবিন্দুর। চাঁদ ও ওই আলোকবিন্দুর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে নেটিজেনরা। অনেকেই ক্যাপশনে লিখেছেন, ‘এটি দেখতে ঠিক আরবি হরফ ‘বা’ এর মতো।
-
বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের আকাশে এ দৃশ্য দেখা যায়। আজ চাঁদ ও শুক্র গ্রহের ব্যবধান ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি। অনেকেই অজান্তে এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ফটো পোস্ট এর বন্যা। সেই ছবি দেখে আরও বেশি মানুষ এই দৃশ্য দেখতে বাড়ির ছাদে ভিড় করেন।