বন্যায় বিপর্যস্ত পাকিস্তান
৩১ আগস্ট ২০২২, ০৪:২৬ পিএম | আপডেট: ৩১ আগস্ট ২০২২, ০৪:২৬ পিএম
পাকিস্তানে জলবায়ুগত পরিবর্তন ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কৃষি, অর্থনীতি ও অবকাঠামোজনিত ক্ষতি এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। সংকটাপন্ন দেশটির মন্ত্রী ও একাধিক কর্মকর্তা এ দাবি করেছেন। পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আনুমানিক এ ক্ষতির হিসাব প্রকাশ করে বলেন, 'পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বকে পাকিস্তানের সহায়তায় আসতে হবে।'
-
পাকিস্তানে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন ছাড়িয়েছে
-
বন্যা ও তীব্র বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩৩ মিলিয়ন (৩ কোটি ৩০ লাখ) মানুষ, যা ২২ কোটি জনসংখ্যার ১৫ শতাংশেরও বেশি। এমনটিই জানিয়েছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার দক্ষিণ এশীয় এ দেশটির ঋণের বাধ্যবাধকতা এড়ানোর জন্য ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার বেলআউট তহবিল ছেড়েছে।
-
পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (এনডিএমএ) বলেছে, বন্যায় ৩৮৬ জন শিশুসহ কমপক্ষে ১ হাজার ১৩৬ জন নিহত হয়েছেন। জুনের মাঝামাঝি থেকে ১ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে আরও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানায় সংস্থাটি। এনডিএমএ অনুসারে, বন্যায় ১৩০টিরও বেশি সেতু এবং প্রায় অর্ধ মিলিয়ন বাড়িসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।
-
গত বছর অলাভজনক গ্রুপ জার্মানওয়াচের গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান ছিল অষ্টম।