হেডফোনের নাম হাবিব ওয়াহিদ
বাজারে এলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের নামে হেডফোন। নতুন এই হেডফোনটির নাম ‘এইচ ডব্লিউ-১৫ বাই হাবিব ওয়াহিদ’। সংগীতের প্রযোজনা প্রতিষ্ঠান কাইনেটিক মিউজিকের অঙ্গ প্রতিষ্ঠান কাইনেটিক মার্চ লিমিটেড এই হেডফোনটি বাজারে এনেছে। বাংলাদেশে কোনো শিল্পীর নামে এটাই প্রথম কোনো প্রডাক্ট হিসেবে বাজারে এলো এ হেডফোনটি। এ সম্পর্কে হাবিব ওয়াহিদ বলেন, ‘আমার সংগীত ক্যারিয়ার প্রায় দুই যুগ। এই দীর্ঘ সময়ে অনেকের কাছেই অনেক রকম...