ভেঙে গেল টাইগার-দিশার ৬ বছরের সম্পর্ক
বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। ছয় বছর ধরে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। প্রেম নিয়ে তারা মোটেও লুকোচুরি করেননি। সব সময় প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। জনসম্মুখেও একে অপরের হাতে হাত রেখে হাস্যজ্জ্বল ভঙ্গিতে তাদের উপস্থিতি ছিল চোখে লেগে থাকার মতোই। এবার টাইগার-দিশা ভক্তদের জন্য দু:সংবাদ বয়ে নিয়ে এল একটি খবর। আর তা হলো বিচ্ছেদের সুরে হৃদয়...