আজ ‘হাওয়া'র দিন
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ২৪ সিনেমা হলে আজ শুক্রবার (২৯ জুলাই) মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা `হাওয়া`। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমা মুক্তির আগেই তুমুল আলোচিত হয়েছে। বিশেষ করে সিনেমার গান ভাইরাল হয়েছে। অনেক সিনেমা হলের টিকিটও অগ্রিম বুকিং হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় প্রতিদিন সর্বোচ্চ ২৭ বার করে দেখানো হবে ‘হাওয়া’। সিনেমা নিয়ে এটা একটা রেকর্ড। এর আগে কোনো সিনেমার...