সজল-মাহিমার ‘ভালোবাসা ভালোবাসি’
আব্দুন নূর সজল ও মাহিমাকে নিয়ে রোমান্টিক ঘরণার ‘ভালোবাসা ভালোবাসি’ নামে একটি নাটক নির্মাণ করলেন পরিচালক অসীম রায়। সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ণ সম্পন্ন করা হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন অসীম রায়। এতে সজল ও মাহিমা ছাড়াও অভিনয় করেছেন— আশরাফুল আলম সোহাগ, রাবেল আহমেদ, সুবর্ণা মজুমদার, তামীম শিহাব, দেব প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় ইন্টারভিউ দিতে আসা বেকার...