আমিনুল ইসলামের তিনটি কবিতা
দ্বিতীয় পর্যায় আগ্রাসিত বাগানের একপাশে বারুদের হিংসা থেকে গাছটি বেঁচেছিলফলে ফুলটিও; তারপর বহুদিন আর যত্ন নেওয়া হয়নি;ঝড় গেছে, খরা গেছে, কায়েম হয়েছে আগাছার আধিপত্য,গাছের বাগানপ্রেম এবং ফুলটির ঘ্রাণ নিয়েজাতীয় উদ্যানের সবুজ সিলেবাসে নানাবিধ দুর্গন্ধ ছড়ানো হলেমালিরাও বাগানের খাতায় আগাছার স্তুতি রচেছেন। কেউ দেখেছে কি দেখেনি—পাখির ঠোঁটে ঠোঁটে ছড়িয়ে গেছে বীজফলে ইতিহাসের লগ্নভূমিতে নতুন প্রাণে— সবুজ সামর্থ্যে গড়ে উঠেছে বীজতলা। আর আলস্য ঝেড়ে ফেলে...
নাসরীন জাহানের একগুচ্ছ কবিতা
২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ পিএম