বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা

০৮ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:০৯ এএম


বিদেশি বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আগে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে বিনিয়োগকারীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ আগে কখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বিনিয়োগকারীরা এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, "গত আট মাস ধরে আমরা বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে কাজ করছি। বিদেশি বিনিয়োগের জন্য এখানে আগের মতো এত সুবিধাজনক পরিবেশ কখনো ছিল না।" তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে বাণিজ্য, শ্রম এবং বিনিয়োগ সম্পর্কিত নানা সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, যা বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা জানান, চীনা ও দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের সাথে নিয়মিত প্রাতঃরাশ সভা অনুষ্ঠিত হবে, যেখানে তারা বিনিয়োগ সংক্রান্ত যেকোনো উদ্বেগ তুলে ধরতে পারবেন এবং দ্রুতগতিতে তাদের বিনিয়োগ কার্যক্রম শুরু করার সুযোগ পাবেন।

এছাড়া, তিনি বলেন, "বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) প্রতি মাসে চীনা এবং কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক আয়োজন করবে। আমি নিজেও কিছু বৈঠকে যোগ দেব এবং বিনিয়োগকারীদের উত্থাপিত সমস্যাগুলো শোনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।"

প্রধান উপদেষ্টা একটি হটলাইন এবং কল সেন্টার সেবা প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যাতে বিদেশি বিনিয়োগকারীরা যেকোনো সমস্যা দ্রুততার সাথে সমাধান করতে পারেন।

এ সময় বৈঠকে অন্তত ৩০ জন চীনা বিনিয়োগকারী অংশ নেন, যারা বিভিন্ন খাতে—যেমন অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, মোবাইল টেলিযোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, সরবরাহ এবং আইটি পরিষেবা—বিনিয়োগ করতে আগ্রহী।

ড. ইউনূস বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে সাম্প্রতিক বৈঠকের কথা তুলে ধরেন। তিনি জানান, প্রেসিডেন্ট শি শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় চীনা বিনিয়োগকারীরা চট্টগ্রামে একটি ডেডিকেটেড চীনা ইকোনমিক জোন এবং মংলায় চায়নিজ ইকোনমিক জোনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন, যেখানে চীন সমুদ্রবন্দর আধুনিকায়নের কাজ শুরু করবে।

প্রফেসর ইউনূস বলেন, “আমাদের বাজার রয়েছে, এবং আপনি নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত দেশগুলোতেও সরবরাহ করতে পারবেন।” তিনি বলেন, কয়েকটি বৃহৎ চীনা কোম্পানি ইলেকট্রিক ভেহিকল (ইভি), লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, বায়ু টারবাইন, এবং অফশোর সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহী।

এর আগে, কোরিয়ান বিনিয়োগকারীদের একটি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। এতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।


টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, কেড়ে নিল ঘুমন্ত নারীর প্রাণ

২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম


টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, কেড়ে নিল ঘুমন্ত নারীর প্রাণ
ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে প্রবেশ করে উল্টে গিয়ে সেই ট্রাকের চাপা পড়ে মোছা. রমেচা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌর এলাকার টেপিবাড়ী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রমেচা বেগম একই এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রচেমা বেগম ঘুমিয়ে পড়ে এবং তার স্বামী কদ্দুস নামাজ পড়তে মসজিদে চলে যান। এরমধ্যেই হঠাৎ জামালপুরগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রমেচার বসতঘরে ঢুকে উল্টে পড়ে এবং সেই ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনন্ত দাস সত্যতা নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের চাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।


পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক

২৪ এপ্রিল ২০২৫, ০৯:১২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম


পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক
ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শনিবার এই শোক পালন করা হবে। বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে ২৬ এপ্রিল (শনিবার) ২০২৫ পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া পোপ ফ্রান্সিসের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান পোপ ফ্রান্সিস। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এক যুগের বেশি সময় ক্যাথলিক চার্চের প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


আ.লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে: রাশেক রহমান

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫২ এএম


আ.লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে: রাশেক রহমান
আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা রাশেক রহমান ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সাংঘর্ষিক বার্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেকে ভারতের কাছে নগ্নভাবে সঁপে দিচ্ছে। এটি একটি জাতীয় আত্মমর্যাদার প্রশ্ন।”

সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে রাশেক রহমান প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এখনও সাংবিধানিকভাবে দেশের প্রধানমন্ত্রী হন, তাহলে দলের সাবেক বা বর্তমান মন্ত্রীরা কেন নিজেদের ‘সাবেক’ বলে পরিচয় দিচ্ছেন?
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলছেন তিনি এখনো সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী। তাহলে তার মন্ত্রীরা কেন নিজেদের ‘সাবেক’ বলছেন? এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড।”

তিনি এটিকে রাজনৈতিক সমন্বয়ের ঘাটতি বলেও উল্লেখ করেন এবং বলেন, “দলের ন্যারেটিভ স্পষ্ট নয়। অনেক নেতাকর্মী কনফিউজড। সরকারের অবস্থান আর দলীয় অবস্থান আলাদা হওয়া উচিত।”

সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বিদ্রুপাত্মকভাবে বলেন, “এই অবস্থা চলতে থাকলে ১৯৭১ সালের মতো একটি ‘প্রবাস সরকার’ ঘোষণা করতে হতে পারে—যেখানে সবাই নিজেদের ‘বর্তমান মন্ত্রী’ দাবি করবেন, তবে থাকবেন দেশের বাইরে।”

রাশেক রহমান পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, “ভারত বাংলাদেশের বন্ধু। তবে বন্ধুত্ব মানে এই নয় যে আমরা নিজেদের সমস্ত কিছু সঁপে দেব। আমাদের নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভরসা রাখতে হবে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ—যেই হোক, তার উপর অন্যায় হলে পাশে দাঁড়াতে হবে দলীয় শক্তি দিয়ে, বিদেশি সহযোগিতার উপর পুরোপুরি নির্ভর করে নয়।”

তিনি বলেন, “যে কোনো বিদেশি শক্তি সহযোগিতা করতে পারে, কিন্তু তা যেন আত্মসমর্পণের পর্যায়ে না পৌঁছায়। দেশের ভেতরের সমস্যা দেশের শক্তি দিয়েই সমাধান করতে হবে।”

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু, তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। তবে তাই বলে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সন্তুষ্টি বা চাপের প্রতিফলন থাকা উচিত নয়।”

অনুসরণ করুন