এশিয়া কাপের রাজা শ্রীলঙ্কা
১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ এএম
হার দিয়ে শুরু। জয় দিয়ে শেষ। কিন্তু শেষ জয়টার মাহাত্ব্য অনেক বেশি। এই জয়, শুধু একটি জয় নয়। এই জয় এনে দিয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। মুকুট পড়েছে শ্রীলঙ্কা। মুকুট পরে ৮ বছর পর হয়েছে আবার এশিয়ার রাজা। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে গিয়ে তারা পাকিস্তানকে হারিয়েছে ২৩ রানে।
-
টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১৭০ রান করে। জবাব দিতে নেমে পাকিস্তান শেষ বলে অলআউট হয়ে করে ১৪৭ রান। শ্রীলঙ্কার এটি ছিল ষষ্ঠ শিরোপা। পাকিস্তান হলো তৃতীয়বারের মতো রানার্সআপ। প্রতিবারই তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে।
-
শ্রীলঙ্কার জন্য এই শিরোপাটি ছিল যেন বহুল কাঙ্খিত। প্রথমে করোনা, পরে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাগতিক হওয়ার পর একান্ত ইচ্ছে থাকা সত্তেও আয়োজন করতে পারেনি। স্থানান্তরিত হয় মরুর বুকে। এই শিরোপা তাই তাদের দুর্দশায় থাকা জনগনের জন্য এক পশলা শান্তির বৃষ্টি এনে দেবে।
-
শ্রীলঙ্কা যে শিরোপা জিতবে তা কিন্তু আসর শুরু দেখে বুঝার উপায়ই ছিল না। আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে হেরেছিল খুবই বাজেভাবে।
-
ফাইনাল ম্যাচ যেমন জমজমাট হবে বলে ধারনা করা হয়েছিল, তার ছিটেফোঁটাও হয়নি। এই না হওয়ার কারণ পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা। গোটা আসরেই একমাত্র ভারতের বিপক্ষে সুপার ফোরে তারা ১৮১ রান অতিক্রম করে জিতেছে।
-
বিস্তারিত পড়ুন: https://www.dhakaprokash24.com/sports/cricket/30512