সাফের নতুন রানি বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:১২ পিএম
সাফের নতুন রানি হয়েছে বাংলাদেশ। ভারতকে আগেই মসনদ থেকে সরিয়ে দিয়ে রানি হওয়ার মিশনে নেমেছিল বাংলাদেশ ও নেপাল। কিন্তু মসনদে বসার মিশনে নেপালকে পাত্তাই দেয়নি। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ৩-১ গোলে জিতে আসরে অপরাজিত থেকে শিরোপার মুকুট পড়ে নেয় সাবিনা খাতুনের বাংলাদেশ।
-
নারী সাফের ষষ্ট আসরে গিয়ে বাংলার সূর্যকন্যারা সফল হলেন। একবারই, ২০১৬ সালে তারা ফাইনালে খেলেছিল। কিন্তু ভারতের সঙ্গে হেরেছিল ৩-১ গোলে। ভারত ছিল আগের পাঁচ আসরেরই চ্যাম্পিয়ন।
-
এবার সাবিনা-কৃষ্ণা-সানজিদারা দেশবাসীকে সাফের প্রথম শিরোপা উপহার দিয়েছেন অপরাজিত থেকে। ফাইনালে হজম করা গোলটি বাংলাদেশের জালে ছিল প্রথম। আবার বাংলাদেশের দেওয়া ৩ গোলও ছিল নেপালের এই আসরে প্রথম হজম করা।
-
বৃষ্টি ভেজা কর্দমাক্ত মাঠে দুই দলই নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। তারপরও বাংলাদেশ ভারী মাঠে খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। পরে ম্যাচ জিতে ৩-১ গোলে।