সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৭ পিএম
ছাদখোলা বাস প্রস্তুত হচ্ছে সাবিনাদের জন্য
-
বিআরটিসির একটি দ্বিতল বাসের ছাদ কেটে ফেলা হয়েছে সাবিনাদের জন্য। বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল-ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। আসনগুলোও সরিয়ে ফেলার কাজ চলছে।’
-
এই ছাদ খোলা বাসে চড়ে উৎসবে রাঙাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল খেলার আগে-হৃদয় ছোঁয়া লেখা পোস্ট করেছিলেন খেলোয়াড়রা। সানজিদা ফাইনালের আগে লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে এক পাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’
-
এদিকে সোমবার ফাইনাল খেলা শেষ হওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেছিলেন, ‘সাবিনাদের আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের দেশে যদিও ছাদখোলা কোনো বাস নেই, তারপরও তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। তাদের ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই আমরা সংবর্ধনা আমরা দেব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।’