ছাদখোলা বাসে সাবিনারা
২১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৭ পিএম
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল অবতরণ করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে নারী দলকে বহনকারী বিমান অবতরণ করে বিমানবন্দরে। সেখানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা তাদের উষ্ণ সংবর্ধনা জানান।
-
বিমানবন্দরে কেক কাটার পর তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এরপর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন যোগ দেন। দলের অধিনায়ক সাবিনা খাতুন এ সময় তাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
-
এরপর ছাদখোলা বাস মেয়েদের নিয়ে বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে কাকলি, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।’
-
গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন। দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেন তিনি।
-
-
-
-