ম্যাজিক মেসি আর ফার্নান্দেজ ঝলকে আর্জেন্টিনার জয়
২৭ নভেম্বর ২০২২, ০৩:১৯ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২২, ০৩:৩২ এএম
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার টিকে থাকার মিশনে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি। এমন কি গোল করার মতো কোনও সুযোগও তৈরি করতে পারেনি। অথচ এই অর্ধে তারা বল দখলে ছিল অনেক এগিয়ে। ৬৭ ভাগ বল ছিল তাদের দখলে। কিন্তু মাত্র ৩৩ ভাগ বল দখলে রেখে মেক্সিকো একটি গোল প্রায় পেয়েই যাচ্ছিল। কিন্তু অ্যএলক্সি ভেগার ফ্রি কিক আজর্জেন্টিনার গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল রক্ষা করেন।
-
প্রথমার্ধে নিষ্প্রাণ খেলা। বলার মতো নেই কোনও উল্লেখযোগ্য আক্রমণ। উপরন্ত গোল হজম করার হাত থেকে কোনও রকমে রক্ষা। প্রথমার্ধে গোল না হতেই পারে। কিন্তু যে খেলা আর্জেন্টিনা খেলেছে তাতে করে চারিদিকে হতাশা ছাড়া আরও কিছুই ছিলনা। গভীর রাত যেন আরও গভীর হয়ে উঠে। মেসি ভক্ত আর্জেন্টিনার দর্শকদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা।
-
তাহলে কি মেসি গোল পাবে না? আর্জেন্টিনার হয়ে কেউ ত্রাতা হয়ে উঠবেন না? ফুটবল যাদুকর মেসির শেষ বিশ্বকাপ খালি হাতেই থাকবে? এ রকম দুর্ভাবনার মাঝেই দ্বিতীয়ার্ধে চেনা আর্জেন্টিনাকে দেখা যায়। দেখা যায় চেনা মেসিকে। আর ত্রাতা হয়ে উঠেন সেই মেসিই। তার যাদকুরি সেই বাম পায়ের কারিশমাতেই গোলের দেখা পায়। পরে সেখানে বদলি খেলোয়াড় ফার্নান্দেজের অসাধারণ গোল যোগ হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে দ্বিতীয় পর্বে যাওয়া লড়াইয়ে শামিল হলো মেসি বাহিনী। কেটে গেছে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের আঁধার।
-
এই দুই দলের পয়েন্টই সমান ৩ করে। গোল গড়ও সমান-১। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পোর্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব। ‘সি’ গ্রুপ থেকে ৪ দলেরই শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত। ৩০ নভেম্বর আর্জেন্টিনা খেলবে পোল্যান্ডের বিপক্ষে। মেক্সিকোর প্রতিপক্ষ সৌদি আরব।
-
ছবিগুলো ফিফা বিশ্বকাপ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সংগৃহীত
-