মেসি যাদুতে ফাইনালে আর্জেন্টিনা
১৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৩ এএম | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:১৩ এএম
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখনই সেমি ফাইনালে উঠে, কখনোই হারেনি। সেই ধারার ব্যত্যয় ঘটেনি কাতার বিশ্বকাপেও।
-
ফুটবল বিশ্বের খুদে যাদুকরের মেসির হাতে শিরোপা উঠতে সেমির বাঁধা অতিক্রমের পথে আর্জেন্টিনা ক্রয়েশিয়াকে কোমার সোজা করে দাঁড়াতেই দেয়নি।
-
মেসির যাদুতে ক্রোয়েশিয়াকে ধরাশায়ী করেছে ৩-০ গোলে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলের হার ফিরিয়ে দিয়ে উঠে গেছে শিরোপা জয়ের শেষ ধাপে ফাইনালে।
-
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর আবার তারা উঠল ফাইনালে। সব মিলিয়ে এটি তাদের ষষ্ঠবার ফাইনাল উঠা।
-
১৯৩০ সালে প্রথম আসরের পর ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ সালে খেলেছিল ফাইনাল। ১৯৭৮ ও ১৯৮৬ সালে তারা হয়েছিল চ্যাম্পিয়ন।
-
১৮ ডিসেম্বর শিরোপা তৃতীয়বার জেতার মিশনে মেসি বাহিনী নামবে ফ্রান্স ও মরক্কোর দ্বিতীয় সেমিতে বিজয়ীর সঙ্গে।
-