মেসি বনাম এমবাপ্পে
১৯ ডিসেম্বর ২০২২, ০২:০৯ এএম | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৮ পিএম
ভাগ্যকে দোষারোপ করতেই পারেন কিলিয়ানে এমবাপে। হ্যাটট্রিক করেও তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি ফ্রান্সকে। হারিয়েছেন শ্রেষ্ঠত্বের মুকুট। শিরোপা হারানো এমবাপের ভাগ্যে জুটেছে গোল্ডেন বুট।
-
ফাইনালের আগ পর্যন্ত বুট জয়ের দৌঁড়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। যদিও তার গোল ছিল এমবাপের সমান ৫টি। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় আর্জেন্টাইন জাদুকরের হাতেই ব্যক্তিগত খেতাবটি দেখছিল বিশ্ব। আর শিরোপা লড়াইয়ে মেসি যখন প্রথম গোলের দেখা পেলেন তখন সবার বিশ্বাস আরও দৃঢ় হয়। সেই বিশ্বাস মুহূর্তেই ভেঙে দেন এমবাপ্পে। একে একে তিন গোলে ফরাসি স্ট্রাইকার নিজেকে নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। দুই গোলে পিছিয়ে থেকে দল যখন হারের প্রহর গুনছিল, তখনই ত্রানকর্তা হিসেবে আবির্ভুত হন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। জোড়া স্ট্রাইকে দলকে ফেরান সমতায়।